১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচী পালিত

স্টাফ রিপোর্টার:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচী পালিত হয়েছে। আজ সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের টেংকের পাড় থেকে একটি শোক র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে শেষ হয়।

পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নানা শ্রেণী পেশার মানুষ।

এছাড়াও শোকাবহ এই দিনটি পালনে জেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে আলোচনা সভা, বিভিন্ন মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল/ প্রার্থনা শেষে দুঃস্থদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com