১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৩ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় লিগ্যাল এইড দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:

“বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” এই প্রতিপাদ্যকে সামনের রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় লিগ্যাল এইড দাবিস পালিত হয়েছে।

 

দিনটি উপলক্ষে আজ বৃহস্পতিবার জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্ট প্রাঙ্গণ থেকে বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়। শহর প্রদক্ষিন শেষে র‌্যালিটি জেলা জজ কোর্ট প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

 

পরে জেলা ও দায়রা জজ আদালতের কার্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শারমিন নিগার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাসুদ পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন। এতে বিচারকগনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন নারী ও শিশুসহ যেকোন ব্যক্তি যদি টাকার অভাবে মামলা করতে না পারেন। অথবা বিনা বিচারে কারাগারে আটক থাকেন। তাহলে আপনারা দেওয়ানি, ফৌজদারি ও পারিবারিক মামলায় সরকারি খরচে আইনগত সহায়তা পাওয়ার জন্য জেলা লিগ্যাল এইড অফিসের সাথে যোগাযোগ করবেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com