Advertisement

ব্রাহ্মণবাড়িয়া ও কসবায় কন্যাশিশু দিবস পালিত

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৫১৯।

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। “আমরা কন্যাশিশু- প্রযুক্তিতে সমৃদ্ধ হব, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, বিশিষ্ট নারী নেত্রী এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুন্নেছা, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে দেশের সার্বিক উন্নয়নে নারীদের অগ্রযাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের এমন কোন সেক্টর নেই যেখানে নারীরা তাদের সফলতার ছাপ ফেলছেনা। তাই কন্যাশিশুদের বোঝা না ভেবেই তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তবেই সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব।

এদিকে – ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে “ আমরা কন্যা শিশু, প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হাছিবা খান, কসবা মহিলা কলেজের অধ্যক্ষ তসলিম মিয়া, বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম, কসবা প্রেসক্লাবের সভাপতি আবদুল হান্নান। মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্রীরা অংশ নেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com