১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৩ ইং

কসবায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সুরক্ষা সামগ্রী বিতরন

স্টাফ রিপোর্টার:

দীর্ঘ ১৮ মাস পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

সোমবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগ কসবা উপজেলা শাখার পক্ষ থেকে কসবা টি.আলী বিশ্ববিদ্যালয় কলেজ এবং কসবা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী নবীন সকল শিক্ষার্থীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়।

এছাড়া আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক ও কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার জীবনকে ধন্যবাদ জানানো হয়।

উপহার সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন কসবা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মানিক, কসবা পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুম রানা, বিনাউটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাসান মোহাম্মদ শাহারিয়া, মেহারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল ভূইয়া, সহ-সভাপতি আশিক ভূইয়া, আহবায়ক সদস্য আবির মোহাম্মদ সোহাগ, সদস্য আজিমুল রেজা লিমন, আবু কাওসার, তারেক আহম্মেদ, নেছার আহম্মেদ, গোলাম মোস্তফাসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com