১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

আইনমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগের সচেতনতামূলক মাইকিং

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত কয়েকদিন ধরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের নির্দেশে গতকাল মঙ্গলবার সকাল থেকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পৌর এলাকাসহ উপজেলার ১০টি ইউনিয়নের ৯৯টি ওয়ার্ডে একযোগে আলাদা আলাদাভাবে সচেতনতামূলক মাইকিং করা হয়েছে।

পাশাপাশি জনসাধারনের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন খান রিমন এই কার্যক্রমের নেতৃত্ব দেন ও তিনি নিজেও মাইকিং করেন।

আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বরাত দিয়ে মাইকিংয়ে বলা হয়, কসবায় করোনা সংক্রমণ বেড়ে গেছে। আইনমন্ত্রী সবাইকে ঘরে থাকার ও স্বাস্থ্যবিধি মানার জন্য অনুরোধ করেছেন। কেউ যেন অপ্রয়োজনে ঘর থেকে বের না হন ও বের হলে যেন মাস্ক ব্যবহার করেন সেই অনুরোধ করা হয়।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন খান রিমন বলেন, দেশের প্রতিটি দুর্যোগকালীন সময়ে ছাত্রলীগ ভূমিকা রেখেছে। উপজেলার মানুষকে সচেতন করতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধ ও মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে ছাত্রলীগ আবার মাঠে নেমেছে।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com