১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

চেক প্রতারণা ও হত্যা মামলার পলাতক আসামী নছর গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় চেক প্রতারণা মামলায় ও সাজাপ্রাপ্তসহ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নছর মিয়া (৪২) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। সে জেলার সদর উপজেলার বিলকেন্দুয়াই গ্রামের মৃত আবু আসাদ আশিকের ছেলে।

বুধবার দুপুরে র‌্যাব-১৪ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, নছর মিয়া ২০১৯ সালের একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এবং সিআর ২৬৪/১৮ (চেক প্রতারণা) মামলায় সাজাপ্রাপ্ত আসামী। তাকে গ্রেফতারে র‌্যাব চেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের র‌্যাব জানতে পারে সে নিজ গ্রাম বিল কেন্দুয়াই গ্রামে অবস্থান করছে।

এরই প্রেক্ষিতে র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে গ্রেফতারী ওয়ারেন্ট মূলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় হস্থান্তর করা হয়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত নছর মিয়া চেক প্রতারণা ও হত্যাসহ একাধিক মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী। তাকে ওয়ারেন্টমূলে আদালতে পাঠানো হয়।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com