১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

ভারতফেরত আরও ১১ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতফেরত সাত নারীসহ আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে এ স্থলবন্দর দিয়ে ভারতফেরত ৭০ জন যাত্রীর শরীরে করোনা শনাক্ত হলো।

রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভারতে আটকে থাকা বাংলাদেশি নাগরিকরা বিশেষ ব্যবস্থায় আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরছেন। এই পর্যন্ত স্থলবন্দর দিয়ে এক হাজার ৯৮৫ জন দেশে ফিরছেন। তাদের প্রত্যেককে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।

ইতোমধ্যেই ভারতফেরত সবার করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে মোট ৭০ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি এরমধ্যে থেকে ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com