১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৩ ইং

আখাউড়া স্থলবন্দরে চার দিনের ছুটি

স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে দেশের অন্যতম বৃহৎ এ স্থলবন্দর দিয়ে আগামী ১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত ভারতে সব ধরনের পণ্য রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিককারক অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন ভূইয়া জানান, ঈদুল ফিতর উপলক্ষে বন্দরে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরও জানিয়ে দেওয়া হয়েছে।

১৭ মে থেকে পণ্য রফতানি কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে এ সময় আটকে পড়া যাত্রীরা অনুমোদন সাপেক্ষে বিশেষ ব্যবস্থায় বন্দর দিয়ে আসতে পারবেন।

 

 

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com