১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

নিজ বাড়িতে ফেরার দাবীতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:

নিজ বাড়িতে ফেরার দাবীতে নির্যাতনের শিকার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের ৪ শতাধিক পরিবারের পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে মানবেতর জীবনযাপনকারী এসব পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন চরচারতলা গ্রামের মোর্শেদ মিয়ার স্ত্রী নার্গিস বেগম।

লিখিত বক্তব্যে তিনি বলেন , ২২শে জানুয়ারি লতিফ বাড়ি ও মুন্সিবাড়ির মধ্যে সৃষ্ট ঝগড়ায় জামাল মুন্সী নিহত হবার পর উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সির নেতৃত্বে তিন শতাধিক বাড়িঘরে হামলা লুটপাট, অগ্নি সংযোগ, পুকুরের মাছ জমির ফসলসহ লুট করা হয়। এতে প্রায় ২০/২৫ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়।

তিনি অভিযোগ করেন হানিফ মুন্সী আওয়ামীলীগের দলীয় পদ অপব্যবহার করে চারশতাধিক পরিবারকে পথে বসিয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে মুন্সীসহ যারা লুটপাটে জড়িতদের বিচারের দাবী জানান। এ ব্যাপারে তারা জেলা আওয়ামীলীগসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে এলাকার নির্যাতিত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com