১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

সড়ক দূঘর্টনায় নিহত ১

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপভ্যানের চাপায় সালাম (৬০) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়ক এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাম এই ইউনিয়নের সাতিয়াইন গ্রামের মৃত হাসু মিয়ার ছেলে।

পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, বিশ্বরোড অভিমুখী একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে সালাম নামের ওই ব্যক্তি অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহত সালামকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হাসপাতালের আসার আগে তিনি মারা যান। মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সালামের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরবর্তীতে জানানো হবে।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com