১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

অটোরিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হিরন চৌধুরি (৫০) নামে এক অটোরিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। সোমবার দুপুরে উপজেলার আখাউড়া-আনোয়ারপুর সড়কের খালাজুরা নামক স্থানে ধানের জমি থেকে এই অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হিরন চৌধুরী উপজেলার উত্তর ইউনিয়নের রামধনগর গ্রামের মৃত আব্দুল হেকিম চৌধুরীর ছেলে। তিনি পেশায় অটোরিকশার চালক ছিলেন। তিনি এক ছেলে সন্তানের জনক।

পরিবার সূত্রে জানান যায়, রবিবার ইফতারের পর ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন হিরন চৌধুরি। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। খালাজুড়া-আনোয়ারপুর সড়কের পাশে জমিতে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ও মরদেহটি হিরনের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের বিষয়ে তদন্ত চলছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেয়ে মৃত্যু কারণ জানা যাবে।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com