১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৯শে মার্চ, ২০২৩ ইং

বন্ধুত্বের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া বন্ধুত্বের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে এস.এস.সি ২০০৪ ব্যাচ আয়োজনে জেলা ঈদগাহ মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় ব্রাহ্মণবাড়িয়া সদর বনাম সরাইল অংশ গ্রহন করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শহরে কাজীপাড়া ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সাংবাদিক মীর মোঃ শাহীন।

এসময় বন্ধু মহলে মোঃ রাসেল মো.রনি, মোঃ ইজাজুল হক, কাজী ওয়ালী উল্লাহ, আতিকুল ইসলাম, জোসেক,মিতুলসহ মোট ৭০ জন বন্ধু উপস্থিত ছিলেন। খেলায় সরাইল কে হারিয়ে বিজয় লাভ করেন ব্রাহ্মণবাড়িয়া সদর ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়দের হাতে পুরস্কার তুলে দেন। পরে সকল বন্ধুরা মিলে ভোজের আয়োজন করে। এসময় সকলের খাওয়া দাওয়া পরে অতিরিক্ত খাবার পথ শিশুদের মাঝে বিলি করা হয়।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com