১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৫শে মার্চ, ২০২৩ ইং

পৌরসভার নির্বাচন, প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে নির্বাচনী সামগ্রী

স্টাফ রিপোর্টার:

আগামীকাল ৫ম ধাপে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে। আজ শনিবার শহরের নিয়াজ মুহাম্মদ স্কুল থেকে ইভিএম মেশিনসহ যাবতীয় নির্বাচনী সরাঞ্জাম স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের দায়িত্বে কড়া নিরাপত্তায় ৪৮ টি ভোটকেন্দ্রে পৌছে দেয়া হচ্ছে।

১২ টি ওয়ার্ড নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মোট ভোটার ১ লক্ষ ২০ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৫৬২ জন ও নারী ভোটার ৬০ হাজার ৯৪২ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান জানান সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহন করা হয়েছে। নির্বাচনে পুলিশের পাশাপাশি ১২ প্লাটুন বিজিবি, ৬ প্লাটুর র‌্যাব ও স্ট্রাইকিং ফোর্সসহ আনসার বাহিনী দায়িত্ব পালন করবে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com