৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৩শে মার্চ, ২০২৩ ইং

ওস্তাদ আলাউদ্দিন খাঁর ওয়াকফকৃত জায়গায় অবৈধ স্থাপনা নির্মানের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মভ’মির মসজিদের ওয়াকফকৃত জায়গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ স্থাপনা নির্মানের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে বাংলাদেশ উদীচী শিল্পি গোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের উদ্যেগে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

উদীচী জেলা সংসদের সভাপতি জহিরুল ইসলাম স্ব^পনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন , ১শ ২০ বছরের পুরানো আলাউদ্দিন খাঁর হাতে গড়া মসজিদের জায়গা ভুয়া দলিলের মাধ্যমে একটি কুচক্রী মহল আতœসাতের পাঁয়তারা করছে । আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে লিটন মিয়া গং সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করছে। অনতি বিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী জানান।

এতে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ,সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক সাংবাদিক আব্দুর নুর , সুর স¤্রাট আলাউদ্দিন স্মৃতি সংসদের সভাপতি রানা শামীম রতন , মহিলা পরিষদ জেলা শাখার সাধারন সম্পাদক সাথী চৌধুরী , নোঙরের জেলা শাখার সাধারন সম্পাদক খালেদা মুন্নী , ফেরদৌস খান প্রমুখ।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com