৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৩শে মার্চ, ২০২৩ ইং

সরকারী খাল দখলে চেষ্টা, ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে সরকারী খাল দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের চেষ্টা করায় ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নিবাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলাম। দন্ডপ্রাপ্ত ওই ব্যক্তি হলেন উপজেলার দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা গ্রামের মিন্টু মিয়ার ছেলে মোঃ শিহাব (২৮)।

আদালত সূত্রে জানা যায়, আখাউড়া পৌরশহরের সড়ক বাজারের সরকারী কালুন্দি খাল অবৈধভাবে দখল করে দোকান নিমার্ণের কাজ শুরু করে মোঃ শিহাব। বিষয়টি জানতে পেরে উপজেলা নিবাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলাম ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন।

এবং অবৈধভাবে সরকারী খাল দখল করার চেষ্টা করায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com