১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৩ ইং

শিশু সংগঠন “শিশু কল্যাণ পরিষদ” এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু সংগঠন “শিশু কল্যাণ পরিষদ” এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেয়া হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের কুমারশীল মোড়স্থ সন্ধানী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মিলনায়তনে ২০১৯ সালে জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি।

এতে শিশু কল্যান পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাৎ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন শাহীন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মজিবুর রহমান খান।

পরে অতিথিবৃন্দ অর্ধশত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মননা ক্রেস্ট প্রদান করেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com