১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৩ ইং

১২ কেজি গাঁজাসহ আটক ১

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১২ কেজি গাঁজাসহ মোঃ মহিউদ্দিন নামের একজনকে আটক করেছে র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্প।  বুধবার রাতে উপজেলার টোলপ্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে জেলা শহরের কাউতলী এলাকার মৃত ইসলাম মিয়ার ছেলে।

এ সময় মাদক বহনে ব্যবহার করা একটি পিকআপ ভ্যানও আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে ব্যাপক তল্লাশি চালায়।

এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজাসহ মহিউদ্দিনকে আটক করা হয়। এ ঘঠনায় আশুগঞ্জ থানায় মামলা হয়েছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com