১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৩ ইং

শহীদ ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।

অনুষ্ঠানে স্বাধীন বাংলাদেশের জন্য শহীদ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বিভিন্ন অবদান নিয়ে স্মৃতিচারণ করা হয় এবং নতুন প্রজন্মকেদ মুক্তিযুুদ্ধের চেতনায় এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। পরে অতিথিবৃন্দ ১০ জন শহীদ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com