Advertisement

আখাউড়ায় ভাংগারীর দোকান থেকে মর্টার শেল উদ্ধার

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৮৪১।

স্টাফ রিপোটার:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাধীনতার যুদ্ধের সময়ের একটি পরিত্যক্ত ৩৫ কেজি ওজনের মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে পৌরশহরের নারায়ণপুর বাইপাস এলাকার মোঃ আলমগীর মিয়ার ভাংগারীর দোকান থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। বর্তমানে মর্টার শেলটি তার দোকানেরই একটি কক্ষে ড্রামবর্তী পানির নিচে রাখা আছে।

দোকানের মালিক আলমগীর মিয়া জানান, মঙ্গলবার বিকালে তমা কোম্পানির শ্রমিকরা পুরাতন রড সহ মর্টার শেলটি বিক্রি করে। বুধবার এটি দেখে সন্দেহ হলে বিষয়টি তিনি পুলিশকে অবগত করেন।

পুলিশ প্রশাসন ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করে এবং মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদে পানিতে ডুবিয়ে রাখে। পুলিশের ধারণা শেলটি স্বাধিনতা যুদ্ধের সময ফেলে রাখা হয়। তবে মর্টার শেলটি নিস্ক্রিয় কি না তা আপাতত বলা যাচ্ছে না।

আখাউড়া থানার অফিসার ইনচাজ রসুল আহমেদ জানান, মর্টার শেলটি পুরাতন এবং পরিত্যক্ত। পরীক্ষার জন্য নিরাপত্তা বাহিনীর বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে মর্টার শেলটি নিরাপদ স্থানে ড্রামবর্তী পানিতে রাখা হয়েছে।

 

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com