৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৩শে মার্চ, ২০২৩ ইং

ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনশতাধিক রোগীকে চিকিৎসা সেবা

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক আবদুল মতিনের উদ্যোগে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গাল গ্রামে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী দক্ষিণ জাঙ্গাল গ্রামের “মরহুম হাফেজ আব্দুর রহিম স্মরণে “আপনার রক্তচাপ সঠিকভাবে মাপুন, নিয়ন্ত্রণে রাখুন-সুস্থ জীবন উপভোগ করুন” এই শ্লোগানে প্রয়াত হাফেজ আবদুর রহিমের ছেলে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আব্দুল মতিন এই ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাইদ দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন।

পরে প্রয়াত হাফেজ আবদুর রহিমের ছেলে আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া বিএম’র সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ আবু সাঈদ।

বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাইদ, মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল প্রমুখ।

আলোচনা সভা শেষে ডাঃ আবদুল মতিনের সাথে আরো দুইজন চিকিৎসক রোগীদেরকে চিকিৎসা সেবা দেন। দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয় তাদেরকে বিনামূল্য ওষুধ দেয়া হয়।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com