৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৩শে মার্চ, ২০২৩ ইং

কসবায় ভারতীয় গরুসহ আটক ৬

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রাম থেকে ভারতীয় ২৮ গরু ভর্তি ৩টি পিকআপ ভ্যানসহ ৬ চোরা কারবারীকে আটক করেছে কসবা থানা পুলিশ। রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় গরুগুলো আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার উপপরিদর্শক এসআই জিহাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামে অভিযান চালিয়ে ২৮টি ভারতীয় গরু বাছুরসহ ৩টি পিকআপ আটক করেন।

এ সময় গরু পাঁচারের সাথে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোহাম্মদ লোকমান হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com