১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৯শে মার্চ, ২০২৩ ইং

প্রখ্যাত আলেম মোঃ সুলতান উদ্দীন (নূরী) হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার:

সন্ত্রাসী হামলায় নিহত প্রখ্যাত আলেম মোঃ সুলতান উদ্দীন (নূরী) হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ রবিবার দুপুরে উপজেলার মন্দবাগ বাজারে হত্যার বিচার চেয়ে ব্যানার ও ফেস্টুন নিয়ে এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নেয়।

এতে বক্তব্য রাখেন স্থানীয় এলাকাবাসী মোঃ আব্দুল বাতেন সরকার, মোঃ রনি মিয়া, হাসান সরকার, অঞ্জন সরকার, মোঃ তাজু মিয়া প্রমূখ। এ সময় বক্তরা বলেন, বিশিষ্ট এই ইসলামি চিন্তাবিদ হত্যাকোন্ডের এক বছর পার হলেও প্রকৃত খুনীদের বিচারের আওতায় আনা হয়নি।

বক্তারা, ঘটনার সঠিক তদন্তসহ এই হত্যাকান্ডের সাথে প্রকৃত জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার হিসেবে ফাঁসির দাবী জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, ২০১৯ সালের ১১ অক্টোবর কুমিল্লার দেবীদ্বার উপজেলার মুগশাইর গ্রামে বাড়ি থেকে মসজিদ যাওয়ার সময় সন্ত্রাসী হামলায় নিহত হন এই আলেম।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com