Advertisement

লেবাননের বৈরুতে বিষ্ফোরন নবীনগরের যুবক  আবু জামালের মৃত্যু

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৮৪২।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
লেবাননের বৈরুতে বিষ্ফোরনের ঘটনায় আবু জামাল -(২৫) নামে ব্রাহ্মণবাড়িয়ার আরো এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশের সময় দুপুর আড়াইটার দিকে লেবাননের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আবু জামাল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের দুধ মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৮সালে লেবাননে সাড়ে চার লাখ টাকা খরচ করে কোম্পানী ভিসায় লেবাননে পাড়ি জমান জামাল।
গত ৪ আগস্ট লেবাননের বৈরুত বন্দরের পিৎজা শপে কাজ করছিলো জামাল। শক্তিশালী বিস্ফোরণে জামালের কর্মস্থল পিৎজা শপ সম্পূর্ন ক্ষতিগ্রস্থ হয়। বিষ্ফোরনে আবু জামাল গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে দেশটির একটি হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার দুপুর আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে জামালের মৃত্যু হয়।
নিহত আবু জামালের পিতা দুধ মিয়া বলেন, লেবাননের বিস্ফোরণে আইসিইউতে চিকিৎসাধীন ছেলের মৃত্যুর সংবাদ পেয়েছি।  আহত হওয়ার পর ছেলে আমাদেরকে কান্নাকাটি না করতে বলেছিল। দ্রুত সুস্থ হয়ে যাবে বলে আমাদেরকে বলেছিল। তিনি ছেলের লাশ দ্রুত দেশে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল  হকের সাথে যোগাযোগ করলে তিনি আবু জামালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
####
Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com