১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২রা এপ্রিল, ২০২৩ ইং

কবিতা-কষ্ট,

এনবি ডেস্ক:

কষ্ট হলো মনের আগুন
বুকের মধ্যে জ্বলে।
সুখে আছে তেমন মানুষ
কতজন ই বা মিলে।

হাসিখুশি থাকলেই কী
আর সুখি হওয়া যায়?
স্বার্থের এই পৃথিবীতে
মানুষ বড়ই অসহায়।

এ পৃথিবীর কঠিন নিয়ম
করে দিয়েছে দেয়াল।
বেজায় সুখে থেকে কেউ,
নেয় না কারো খেয়াল।

অল্প সুখে থেকেও কেউ
কষ্ট করছে জয়।
অদ্ভুত ধরণীতে কেবল
সুখে থাকার অভিনয়।

লেখক-সাইদুর রহমান।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com