১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২রা এপ্রিল, ২০২৩ ইং

নাসিরনগরের দুই কিশোরের মৃত্যু

নাসিরনগর প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার লাখাইয়ে গাছের নীচে চাপা পড়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দুই কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার সকালে লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের পান্নাডর রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে পলাশ মিয়া-(১৮) ও একই এলাকার লস্কর মিয়ার ছেলে মঞ্জু মিয়া-(১৯)। এ সময় ধরমন্ডল গ্রামের গিয়াস উদ্দিন-(২৭) নামে অপর এক যুবক আহত হন। আহত গিয়াস উদ্দিন নিহত পলাশ মিয়ার বড় ভাই।

স্থানীয় সূত্র ও নিহতদের পরিবারের লোকজন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ধরমন্ডল থেকে তিনজন মোটরসাইকেল যোগে লাখাই উপজেলায় যাওয়ার পথে উপজেলার পান্নাডর এলাকায় ঠিকাদারের লোকজন রাস্তার পাশের সরকারি গাছ কাটার সময় একটি গাছ তাদের উপর পড়ে যায় । এ সময় ঘটনাস্থলেই পলাশ মিয়া ও মঞ্জু মিয়া মারা যান। আহত হন গিয়াস উদ্দিন। আহত গিয়াস উদ্দিনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের নিহত দুই যুবকের লাশ হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com