৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৩শে মার্চ, ২০২৩ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় ১২শ কর্মহীন পরিবার পেল ঈদ উপহার

স্টাফ রিপোর্টার:

“ঈদের আনন্দ সকলকে ছুঁয়ে যাক” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু করেছে জেলা নগিরক সমাজ।

মঙ্গলবার সকালে শহরের কালাইশ্রী পাড়ায় সংগঠনের সভাপতি তাজ মোঃ ইয়াছিনের উদ্যোগে পৌরসভার ১২টি ওয়ার্ডের ১২শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের শুরু করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

এ সময় প্রতিটি পরিবারের মাঝে পোলাওয়ের চাউল, তেল, সেমাই, দুধ, চিনিসহ নিত্যপ্রয়োজণীয় সামগ্রী দেয়া হয়।

এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মিজান আনসারী, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতিসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com