৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৩শে মার্চ, ২০২৩ ইং

সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়ন ১৯৫০ পিস ইয়াবাসহ একজনক আটক

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রায় ছয় লাখ টাকার ইয়াবাসহ মো. কামাল উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবির সদস্যরা। শুক্রবার  উপজেলার শিবনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. কামাল উদ্দিন আখাউড়া উপজেলার কর্নেলবাজার খারকোট এলাকার মো. আব্দুর রহমানের ছেলে।

শুক্রবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রেজাউর রহমান জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলার আখাউড়া উপজেলার শিবনগর এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি চালিয়ে এক হাজার ৯৫০ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার আলামতের বাজার মূল্য প্রায় পাঁচ লাখ ৮৭ হাজার টাকা। তার বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে

Social Media Auto Publish Powered By : XYZScripts.com