Advertisement

আখাউড়া স্থলবন্দরে স্বাস্থ্য সেবা দেয়া চিকিৎসককে ঢাকায় প্রেরণ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৮৮৩।

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে মেডিকেল ডেস্কে চিকিৎসাসেবা দেয়া চিকিৎসক শাহনাজ রশিদকে করোনা আক্রান্ত সন্দেহে ঢাকায় পাঠানো হয়েছে। গত দুইদিন ধরে তিনি জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে একটি প্রাইভেটকার ভাড়া করে তাঁকে ঢাকায় পাঠানো হয়।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুর রহমান জানান, ওই চিকিৎসক আখাউড়া স্থলবন্দরের মেডিকেল ডেস্ক ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের জরুরী বিভাগে দায়িত্ব পালন করেন। গতকাল মঙ্গলবার সকালে তিনি অসুস্থ্যবোধ করেন।

পরে জরুরী অবস্থায় সকালেই তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। সন্ধ্যায় তাকে করোনাভাইরাস পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলম বলেন, গত দুইদিন ধরে ওই চিকিৎসক জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথাজনিত সমস্যা ভুগছিলেন। তাকে হোমকোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। বেশি অসুস্থবোধ করায় মঙ্গলবার সকালে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com