৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৩শে মার্চ, ২০২৩ ইং

কসবায় পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

 

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাকিব-(১১) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার ধামসার গ্রামের পূর্বপাড়ার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সাকিব ধামসার গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে ও উপজেলার খাড়েরা সোনারগাঁও আলীম মাদরাসার পঞ্চম শ্রেণীর ছাত্র।

পরিবারের লোকজন ও পুলিশ জানায়, শুক্রবার রাতে সাকিব তার বাবার সাথে বাড়ির পাশে একটি মাহফিলে যায়। রাতে ছিদ্দিক মিয়া ছেলেকে মাহফিলে রেখে বাড়ি চলে যায়। মাহফিল শেষে সাকিব বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে।

শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে স্থানীয়রা সাকিবের লাশ দেখতে পেয়ে পুলিশ ও তার পরিবারের লোকজনকে খবর দিলে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, ধারনা করা হচ্ছে রাস্তার পাশ দিয়ে বাড়ি ফেরার পথে কোন যানবাহনের আঘাতে সাকিব রাস্তার পাশের পুকুরে পড়ে মারা হয়। তার শরীর ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com