১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৩ ইং

ভারতীয় মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

 

মোঃ রাসেল আহম্মেদ এনবি ডেস্ক:

দিল্লীতে নির্বিচারে মুসলমান হত্যা ,মসজিদ ও ঘরবাড়ি অগ্নিসংযোগ ,সীমান্ত হত্যা এবং মুজিববর্ষে সন্ত্রাসী মোদীকে বাংলাদেশে অবাঞ্চিত ঘোষণার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকালে একটি বিক্ষোভ মিছিল স্থানীয় পৌর মুক্ত মঞ্চ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে আলোকিত ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি আদনান হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুফতি এনামুল হক,কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের সভাপতি আল- আমিন ,বিডি ক্লিনের সভাপতি শামীম সিয়াম,মাদক বিরোধী সংগঠনের সভাপতি মাহফুজুর রহমান পুষ্প প্রমূখ।

এ সময় সময় বক্তারা ভারতে মুসলমানদের উপর নির্যাতন ও হামলার তীব্র নিন্দা জানান। ।এ ছাড়া ও মুজিববর্ষ উপলক্ষে মোদী বাংলাদেশে আসলে তাকে প্রতিহত করা হবে বলে ঘোষণা করা দেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com