১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

নবীনগরে ছেলের হাতে বাবা খুন

 

নবীনগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছেলের দা’য়ের আঘাতে আমির হোসেন (৫০) নামে বাবা খুন হয়েছে। শুক্রবার দুপুরে পৌর এলাকার পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ঘাতক ছেলে শুভ (২৩) পলাতক রয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, বেশ কয়েকদিন ধরে শুভ তার বাবা আমির হোসেনের কাছে ব্যক্তিগত কাজের কথা বলে টাকা চেয়ে আসছিল। এ নিয়ে সকালেও ছেলে ও বাবার মধ্যে কথা কাটা-কাটি হয়। এসময় ছেলে শুভ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা দা দিয়ে বাবার মাথায় কোপ দেয়।

পরে স্থানীয়রা আমির হোসেনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণোজিৎ রায় জানান, নিহতের ছেলে শুভকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com