১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৩ ইং

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডাঃ ফরিদুল হুদার মৃত্যু বার্ষিকীতে আশুগঞ্জে আলোচনা সভা

 

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ রাজনীতিবিদ, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা ডা. মো. ফরিদুল হুদার ২১তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে ডাঃ ফরিদুল হুদার প্রতিষ্ঠিত জেলার আশুগঞ্জে কামাউড়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ডাঃ নাজমুল হুদা বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএমএ (বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন) এর সভাপতি ডাঃ এফ.জামান।

বিশেষ অতিথি ছিলেন সাবেক উপসচিব আব্দুস সালাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল বারী সরকার, পরিচালনা পর্ষদের সদস্য ওবায়দুল হক, দাতা সদস্য ডাঃ আবু আজহার ভূইয়া, শিক্ষক দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম প্রমুখ।

এর আগে স্কুল সংলগ্ন ডাঃ ফরিদুল হুদার কবরে পুষ্পস্তবক অর্পন করা হয়।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com