১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৩ ইং

সরাইলে বিদ্যালয়ে মাদক বিরোধী সভা

সরাইল প্রতিনিধি:

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকালে বিদ্যালয়ের মাঠে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম।

সহকারি শিক্ষক মো. আব্দুল করিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- আ’লীগ নেতা মো. মাহফুজ আলী, সাবেক অভিভাবক প্রতিনিধি সুমন পারভেজ, এস এম ফরিদ, শিক্ষক সেলিম আজহারুল ইসলাম ঠাকুর প্রমূখ।

এছাড়া শিক্ষক শিক্ষিকামন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থী সহ নানা শ্রেণি পেশার লোকজন এ সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত শিক্ষার্থীরা মাদককে ‘না’ বলে মাদকমুক্ত স্কুল, সমাজ ও দেশ গঠনে সচেষ্ট হওয়ার শপথ গ্রহন করে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com