১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৯শে মার্চ, ২০২৩ ইং

বাল্যবিবাহ থেকে স্কুল ছাত্রীকে রক্ষা করলেন থানার ওসি

 

কসবা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাল্যবিবাহ থেকে হালিমাকে রক্ষা করলো থানা পুলিশ। কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের তোতা মিয়ার (৭ম শ্রেনীর পড়ুয়া ছাত্রী) কন্যা মোছাম্মদ হালিমাকে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর গ্রামে শুক্রবার বিবাহ দিন ধার্য্য করেন।

বৃহম্পতিবার সন্ধ্যায় কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মমদ লোকমান হোসেন গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স নিয়ে হাজির হয়ে বাল্যবিবাহ থেকে বিরত থাকার জন্য তোতা মিয়াসহ তাঁর পরিবারকে নিদের্শ প্রদান করেন।

বৃদ্ধা তোতা মিয়া ও তাঁর সন্তান ইউনুছ মিয়া হালিমার উন্নত জীবন যাত্রা চিন্তা করে বিবাহ বন্ধ করে পিতা পুত্র শুক্রবার জুম্মমা নামাজের আগে কসবা থানায় এসে হাজির হয়েছেন।

হালিমার বাবা বৃদ্ধ তোতা মিয়া কসবা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদেরকে জানান, আমি ভুল বোঝতে পেরে ওসিসহ পুলিশকে ধন্যবাদ জানাতে থানায় এসেছি। আর যেন কেউ আমার মত সন্তানকে বাল্যবিবাহ দিয়ে এমন ভুল না করেন প্রতিটি অভিভাবকের প্রতি আবেদন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com