Advertisement

আশুগঞ্জের সদর ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ঠিকাদারদের মানববন্ধন

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১০৪৯।

স্টাফ রিপোর্টার,

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সালাউদ্দিনকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছেন ঠিকাদাররা।

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ব্রাহ্মণবাড়িয়া ঠিকাদার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে ঠিকাদার আবু জাহের মৃধার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোখলেছুর রহমান, দানা মিয়া, সৈয়দ জোবায়ের আহম্মেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-তালশহর সড়কের সংস্কার কাজ চলমান অবস্থায় গত ৪ ডিসেম্বর আশুগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন তার অনুসারীদেরকে সাথে নিয়ে ঠিকাদারের কাছে ছয় লাখ টাকা চাঁদা দাবি করেন। এক পর্যায়ে তিনি কাজ বন্ধ করে দেয়ার পাশাপাশি ঠিকাদারের লোকজনকে মারধর করেন।

বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে ওই চেয়ারম্যানসহ মামলায় অভিযুক্তদেরকে গ্রেপ্তার না করা হলে আন্দোলনের ঘোষণা দেন।

এ ব্যাপারে মোঃ সালাহ উদ্দিন বলেন, ‘মূলত নিন্ম মানের কাজ নিয়ে অভিযোগ করায় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। যদি তদন্ত করে আমার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেয়া হোক। আর যদি অভিযোগ মিথ্যা হয় তাহলে যেন সে বিষয়েও ব্যবস্থা নেয়া হয়।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com