Advertisement

কাতারে ইমাম নিয়োগ ব্যহত হওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র পরিষদের মানববন্ধন

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১০৭৭।

 

স্টাফ রিপোর্টার

বুধবার কাতারে ইমাম নিয়োগের পুনঃ বিবেচনার দাবীতের মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের কোরআন হাফেজগন।

বিকেলে সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে হাফেজ ক্বারী তানভীর আহমদ এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন হাফেজ মাওঃ মুফতি এনামুল হাসান।

বক্তব্য রাখেন হাফেজ ক্বারী আকিল বিন সাঈদ, হাফেজ ক্বারী রমজানুর রহমান, ক্বারী হাফেজ আশরাফুল ইসলাম শান্ত। বক্তারা বলেন, কাতার ধর্ম মন্ত্রনালয় কর্তৃক বাংলাদেশ হতে ইমাম নিয়োগ ব্যহত হওয়ায় পুনঃ বিবেচনায় পরীক্ষার মাধ্যমে কাতারে ইমাম নিয়োগের ব্যবস্থা গ্রহনের জন্য প্রধানমন্ত্রীর নিকট দাবী জানান। মানববন্ধনে জেলার প্রায় শতাধিক কোরআন হাফেজগণ অংশ নেয়।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর কাতারে ইমাম নিয়োগের জন্য দুই পদস্থ কর্মকর্তা ঢাকায় মোহাম্মদপুর কবরস্থান মসজিদ কমপ্লেক্সে আসেন। ৭দিনে ৬ হাজার তিনশত ত্রিশ কোরআনে হাফেজের সাক্ষাতের মাধ্যমে নাম নিববন্ধন করেন। পরীক্ষা না নিয়েই তারা কাতারে ফিরে যান। ধারনা করা হচ্ছে, কাতারে বাংলাদেশী ইমাম নিয়োগের বিষয়টি বাতিল করা হয়েছে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com