৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৩শে মার্চ, ২০২৩ ইং

আখাউড়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৩০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ০২ নভেম্বর শনিবার সন্ধ্যায় রেলওয়ে জংশন ষ্টশনের টেডিব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আমাদের জানামতে, লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল, ট্রেন আসছে এমন কিছু উপলব্ধী করার মানসিক ভারসাম্য তার ছিল না। হয়তু সেজন্যই তার ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষনিক নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

ময়না তদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com