Advertisement

সদর হাসপাতালে দালাল বিরোধী অভিযান, গ্রেপ্তার-১

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৯৯১।
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালাল নির্মূল অভিযান শুরু করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ।

অভিযানে হাসপাতালে আল মামুন নামের এক দালালকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া দালালদের ছবির একজন হচ্ছেন আল মামুন।
আল মামুন জেলা শহরের মধ্যপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে।

এসময় দালাল আল মামুন কে ৬মাসের কারাদণ্ড ও ১০হাজার টাকা জরিমানা করা হয়। ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১০দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ জানান, ভ্রাম্যমাণ আদালতের ২৯১ ধারা অনুযায়ী অভিযুক্তকে দণ্ড প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালদের মাধ্যমে প্রতারিত হচ্ছে গ্রাম থেকে আসা সাধারণ মানুষ। এনিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দালালদের ছবি ভাইরাল হয়েছে। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসন দালাল নির্মূলে অভিযান শুরু করেছে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com