১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৫শে মার্চ, ২০২৩ ইং

গুজব উত্তেজনায় সকল ধর্ম প্রাণ মুসলিমদেরকে শান্ত থাকার আহবান

মঙ্গলবার জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল-মামুন সরকারের সঞ্চালনায় জেলা কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় বোরহান উদ্দিনের ঘটনায় অপরাধীদের শাস্তি এবং গুজব উত্তেজনায় সকল ধর্ম প্রাণ মুসলিমদেরকে শান্ত থাকার আহবান, ভোলা জেলার বোরহান উদ্দিনে মহানবী(সা:) কে ফেসবুকে অবমাননা সংক্রান্ত ঘটনা এবং তৎপরবর্তী পরিস্থিতি পর্যালোচনায় সভায় নিহতদের প্রতি গভীর শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের সুচিকিৎসার দাবি সহ ঘটনায় সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের আহ্বান জানানো হয়।

তাছাড়া এ ঘটনায় আলেম-ওলামা ও মাদ্রাসা ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে সরকারকে অস্থিতিশীল করার হীন উদ্দেশ্যে সহিং¯্র ঘটনা বা নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে অনুপ্রবেশেকারী এবং ফেসবুকে অপপ্রচার রটনাকারীদের সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

তাছাড়া বোরহান উদ্দিনের ঘটনায় বিএনপি জামাত জোটের ঘোলা পানিতে মাছ শিকারের জন্য কোন অপতৎপরতা বা রাজনৈতিক কর্মসূচী বাস্তবায়ন করতে চাইলে, জনজীবনে শান্তি ও নিরপত্তার স্বার্থে জেলা আওয়ামীলীগ সভায় এসব অপতৎপরতা প্রতিহত করার সিদ্ধান্ত গ্রহন করেছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com