১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৫শে মার্চ, ২০২৩ ইং

নবীনগের গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

এনবি ডেস্ক:

ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের জিনদপুর ইউনিয়নের চুওরিয়া এলাকায় শেখ ফরিদ মিয়া (৩০) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। নিহত ফরিদ ওই এলাকার মৃত উসমান আলীর ছেলে।

 শনিবার (১৯ অক্টোবর) দুপুরে তার লাশ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে সে তার নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ   জানান, খবর পেয়ে শেখ ফরিদের লাশ তার নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় থেকে উদ্ধার করা হয়। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com