১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৫শে মার্চ, ২০২৩ ইং

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন নেতৃবৃন্দের এমপি মোকতাদির চৌধুরীর সুস্থতা কামনা

এনিব ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা, বেসামরিক বিমান ও পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগ সভাপতি র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরীর দ্রুত আরোগ্য কামনা করেছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন নেতৃবৃন্দ।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি ডাক্তার মোঃ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট ও বীর মুক্তিযোদ্ধা মিন্টু ভৌমিক এক বিবৃতিতে সংসদ সদস্যের আশু রোগ মুক্তি কামনা করেন।

তারা ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় এই সংসদ সদস্যের জন্য সকলকে দোয়া প্রার্থনা করার আহ্বান জানান।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com