১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৫শে মার্চ, ২০২৩ ইং

 আখাউড়া যুবকের মরদেহ উদ্ধার 

এনবি ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারভেজ আহামেদ (৪৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সে পৌর শহরের দেবগ্রামের সুলতান আহামেদের ছেলে।

জানা যায়, শনিবার রাত অনুমান ৮টার দিকে নিজ ঘরের জানালার গ্রিলের সাথে গলায় ফাঁস দিয়ে পারভেজ আত্মহত্যা করেন। তিনি বেশ কিছুদিন যাবত অসুস্থ এবং হতাশাগ্রস্ত জীবনযাপন করছিলেন।

আখাউড়া থানা অফিসার ইনচার্জ  রসুল আহমদ নিজামী বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক জীবনে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহননের পথ বেছে নেন। মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com