১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৫শে মার্চ, ২০২৩ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় ২ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন

এনবি ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় ২ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে শহরের আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণে গার্লস ব্রাহ্মণবাড়িয়া আয়োজিত মেলার উদ্বোধন করেন পৌর মেয়র নায়ার কবির।

এতে গার্লস ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মার্জিয়া আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ,আ,ম রশিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সাংবাদিক মোঃ শাহজাদা।

পরে অতিথিবৃন্দ কেক কেটে দিনটির উদ্বোধন করেন। মেলায় হস্তশিল্পের বিভিন্ন ধরণের শাড়ী, থ্রিপিছ, পিঠা, শোপিস, কসমেটিকস্ সহ বিভিন্ন পন্যের ১৫ টি স্টল প্রদর্শণ করা হয়েছে। আগামীকাল ৩১শে জুলাই পর্যন্ত ২ দিনব্যাপী এ মেলার সমাপনী ঘটবে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com