১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় ২ ইউপিতে চলছে নির্বাচন

এনবি ডেস্ক:

উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া সদর ও কসবা উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত সুলতানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন- আওয়ামী লীগের শেখ ওমর ফারুক (নৌকা), স্বতন্ত্র শেখ মো. মহসীন (আনারস), মো. সোহরাব খান (ঘোড়া) ও মো. সাকিরুল আলম খান (চশমা)। এ ইউনিয়নের মোট ভোটার ২১ হাজার ২৯৪। ১০টি কেন্দ্রে চলছে ভোট।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা।কুটি ইউপি সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন, মহিলা মেম্বার পদে ১১ জন, পুরুষ মেম্বার পদে প্রার্থী ৫০ জন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৯। ভোট কেন্দ্র ১১টি।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা জিল্লু রহমান বলেন, শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com