১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৯শে মার্চ, ২০২৩ ইং

বেতন ভাতা ও পেনশনের দাবিতে পৌরসভায় কর্মবিরতি

্এনবি ডেক্সঃ
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশনের দাবিতে সোমবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় কর্মবিরতি পালন করেছেন কর্মকর্র্তা কর্মচারিরা। যে কারণে নাগরিকরা দাপ্তরিক সেবা থেকে বঞ্চিত হয়েছেন। বাংলাদেশ পৌর সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ সকাল থেকে পৌর কার্যালয়ের সামনে অবস্থান নেন।
অ্যাসোসিয়েশনের ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি সুমন দত্তসহ আবুজর মো. গিফরি, মো. কাউছার আহমেদ, গোলাম কাউছার, ছিদ্দিক মিয়া, আতাউর রহমান, পবিত্র ভুষণ পাল, মো. ইলিয়াছসহ আরো অনেকে এতে অংশ নেন। পৌরসভার প্যানেল মেয়র ফেরদৌস মিয়া এতে সংহতি প্রকাশ করেন। সুমন দত্ত জানান, রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন না পাওয়ায় তাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। একই দাবিতে আজ মঙ্গলবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান ধর্মঘট পালন করবে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com