৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৩শে মার্চ, ২০২৩ ইং

নাসিরনগরে জাতীয় ভিটামিন‘এ’ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন

এনবি প্রতিনিধি:

জাতীয় ভিটামিন“এ”ক্যাপসুল খাওয়ান,শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাসিরনগরে ভিটামিন“এ”ক্যাপসুল খাওয়ানোর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ।পরে তিনি বেশ কয়েকটি টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।

আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে ভিটামিন“এ”ক্যাপসুল খাওয়ানো শুরু হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ মুকবুল হোসেন ও সাংবাদিকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত)ডাঃ মুকবুল হোসেন জানান,সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত উপজেলার ১৩টি ইউনিয়নে ৩১৩টি টিকাদান কেন্দ্র থেকে ৬ মাস ১১ মাস বয়সী ৫ হাজার ৩৩৪ জন শিশুকে নীল রঙের ভিটামিন‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৯ হাজার ৬৬৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য উপজেলায় টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য কর্মীসহ ৬২৬ জন সেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com