১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

নবীনগরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক দুর্ঘটনায় জীবন মিয়া-(১৪) নামে এক শিশু নিহত হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জীবন মিয়া উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে।

পুলিশ জানায়, বুধবার বিকেলে একটি যাত্রীবাহী ইজিবাইক উপজেলার শ্যামপুর থেকে নবীনগরের দিকে যাওয়ার পথে শ্রীরামপুর এলাকায় পৌছে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খায়। এতে ইজিবাইকে থাকা যাত্রী জীবন মিয়া গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় জীবনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায়ের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com