১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৫শে মার্চ, ২০২৩ ইং

লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

এনবি প্রতিনিধি:
লাল সবুজ উন্নয়ন সংঘ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে প্রায় ১৬০ জন অসহায় রোজদার মানুষ ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। আজ ১৯ মে রোববার জেলা শহরের ফারুকী পার্কে এই ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণের পূর্বে উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মমিনুল হক রুবেল,সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহি, ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক কাজী মোঃ জাবেদ হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ সোহাগ, প্রচার সম্পাদক রাসেল আহাম্মদ, সিনিয়র সদস্য সৌরভী জান্নাত, নুসরাত রায়না, ইয়াসিন, আনোয়ার, আতিক, টিপু, পারবেজ, তোফাজ্জল, ইকবাল প্রমূখ।

উল্লেখ্য, এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের ৬৪ জেলায় মাদক, বাল্যবিবাহ, যৌন হয়রানির, দূর্নীতি, সন্ত্রাসবাদের বিরোদ্ধে যুদ্ধ ঘোষনা করা হয়। শিক্ষাথীদের প্রতিমাসের একদিনের টিফিনের টাকায় পরিচালিত হয় সংগঠনটি।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com