১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

নাসিরনগরে জেলে পরিবারের মধ্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ৪০টি নিবন্ধিত জেলে পরিবারের মধ্যে ২টি করে ছাগল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় অফিসার্স ক্লাব চত্বরে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য বি.এম ফরহাদ হোসেন ৪০টি নিবন্ধিত জেলে পরিবারের মধ্যে ২টি করে ছাগল বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে ছাগল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেওয়ান নজরুল ইসলাম।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com