১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৭শে মার্চ, ২০২৩ ইং

 কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

এনবি প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।  শুক্রবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া।

উপজেলা কৃষি অফিসার মুন্সি তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সার ও বীজ বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুব আলম।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০১৯-২০২০ অর্থ বছরে খরিপ-১-মৌসুমে আউশ ধান চাষে প্রণোদনার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণের লক্ষ্যে সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১ হাজার ৮শত কৃষকের তালিকা করা হয়েছে। প্রত্যেক কৃষক ১ বিঘা জমি চাষের জন্য ৫ কেজি ধান বীজ, ১৫ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমপিও সার পাবেন।  উপজেলার সুহিলপুর ইউনিয়নের ২০০ জন কৃষকের মধ্যে এই উপকরন বিতরন করা হয়।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com